Online Exam
National Youth Development Training Institute
৬/৩ মাস মেয়াদি পরীক্ষা
বিষয়: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রস্তুতি ৩ ধাপে অনুষ্ঠিত হবে।
১) Written/লিখিত- পূর্ণ মান: ৮০ উত্তীর্ণ মান : ৩০ (সময়-১ ঘণ্টা)
২) Practical/ব্যবহারিক- পূর্ণ মান: ১০ উত্তীর্ণ মান : ৫ (সময়-৩০ মি:)
৩) ভাইভা- পূর্ণ মান: ১০ উত্তীর্ণ মান : ৫ (সময়- ৩০ মি:)
Grading Marks
A+ 80% & Above
A 70% & Above
A- 60% & Above
B 50% & Above
C 40% & Above
পরীক্ষার্থীর অবশ্যই পালনীয় নিয়মাবলী :
১. পরীক্ষা নিয়ন্ত্রকের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখে ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২.পরীক্ষার্থীরা কাভার পেজে অবশ্যই নিজের মেইল নাম্বার, নিজের নাম, ত্রবং মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর Next বাটনে ক্লিক করতে হবে।
৩. পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার আগে কোন পরীক্ষার্থী তার আসন ছাড়তে পারবে না।
৫. কোন পরীক্ষার্থীকে কেবলমাত্র প্রবেশপত্র ছাড়া কোন নোট গাইড বই, কাগজ, বইপত্র ও মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না।
৬. পরীক্ষার্থীরা নিজ নিজ কম্পিউটারের আসন গ্রহন করে পরীক্ষা দিতে হবে।
৭. উত্তরপত্রে কোনো প্রকার আপত্তিকর লিখা/অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ/উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষার হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮. উত্তরপত্রের অভ্যন্তরে কোন জায়গায় পরীক্ষার্থীর মোবাইল/টেলিফোন নম্বর, প্রশিক্ষণ কেন্দ্রের নাম কোন অবস্থাতেই লিখা যাবে না। লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।